সকালে বিজেপি-তে যোগদান করে দুপুরে তৃণমূলে যোগদান করলেন ৩ সদস্য। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয় কোচবিহারের ১ নম্বর ব্লকের জিরানপুর। বিজেপি-তে যোগদানের কয়েকঘণ্টার মধ্যেই তাদের মধ্যে ৩ জন বোর্ড গঠনে তৃণমূলের যোগদান করেন তারা।
ভোটে ১৪টি আসন বিশিষ্ট জিরানপুরের ১২টি আসন তৃণমূল এবং দু’টি বিজেপি-র দখলে গিয়েছিল। এদিন সকালে তৃণমূলের পূজা দেবী বর্মন, গোকুল রাজভর, পুষ্পেন সিংহ ও মনিকা বর্মন বিজেপি-তে যোগ দিয়ে বোর্ড গঠনে অংশ নেন। তাদের বাদ দিয়ে তৃণমূলের জয়ী আটজনের মধ্যে আরও দু’জন বোর্ড গঠনে হাজির না হওয়ায় গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার হাতে যাবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই সদ্য বিজেপি-তে যোগ দেওয়া গোকুল রাজভর বোর্ড গঠনের সভা থেকে ওয়াক আউট করেন। এদিকে, প্রধান পদে তৃণমূল মনোনীত স্বপ্না বর্মন দেউরির বিরুদ্ধে মনিকা বর্মনের নাম উঠে আসে।
এই পরিস্থিতিতে বিজেপি-র টিকিটে জয়ী রত্না রাউত ও পবিত্র বর্মন ভোটাভুটি থেকে বিরত থাকেন। পরবর্তী পরিস্থিতিতে বিজেপি-তে যোগ দেওয়া পুষ্পেন সিংহ ও পূজা দেবী বর্মনের ভোটও যায় তৃণমূলের দিকে। স্বভাবতই বোর্ড গঠন হতেই উল্লাসে উচ্ছসিত হয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। বোর্ড গঠনের পর কোচবিহারে দলের জেলা কার্যালয়ে গিয়ে অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে ফের তৃণমূলে ফেরেন গোকুল, পুষ্পেন ও পূজা। এদিকে, মনিকা বর্মনকে ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূল।
ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।