জবরদখলকারীদের অভিযোগ আগাম না জানিয়ে উচ্ছেদ করছে পৌরসভা। অন্যদিকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে দাবি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের।
পৌরসভা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া রাস্তার বেহাল দশা ছিল। সেই রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগিয়েছে ইসলামপুর পৌরসভা। রাস্তা তৈরি করতে গিয়ে নজরে আসে বেআইনি ভাবে রাস্তা জবরদখল করে অবৈধ ভাবে নির্মাণ করেন কিছু জবরদখলকারী। সেই রাস্তাটি তৈরি করতে পর্যাপ্ত জায়গা না পাওয়ার কারণে সেই অবৈধ নির্মাণ জেসিবি দিয়ে ভেঙে দিল পৌরসভা।
অন্যদিকে পৌরসভার এই কাজে ক্ষুব্ধ জবরদখলকারী। তাদের অভিযোগ পুর প্রশাসন আগাম না জানিয়ে এই ভাবে ভেঙে দিচ্ছে। এতে অনেক টাকার ক্ষতির মুখে পরতে হচ্ছে বলে জবরদখলকারীরা জানিয়েছেন।
এবিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়লাল আগরওয়াল বলেন, যারা অবৈধ ভাবে রাস্তা জবরদখল করে রেখে ছিলেন তাদেরকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাটি যেভাবে তৈরি হচ্ছে সেই ভাবে ভেঙে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।