Islampur : হাসপাতালের আধুনিক পরিষেবা বন্ধ !

আরও পড়ুন

জানা গিয়েছে ,ইসলামপুর মহকুমা হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এতে সমস্যায় পড়ছেন বহু মুমূর্ষু রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটটি আরও উন্নত করার জন্য কাজ চলছে, তাই বন্ধ আছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিটটি বন্ধ করে রাখা হয়েছে। অন্য একটি কক্ষে এইচডিইউ পরিষেবা চালু রেখে উন্নত করার কাজ চলতে পারত। কিন্তু প্রশাসনের উদাসীনতার ফলেই এমন সিদ্ধান্ত বলে অভিযোগ।

সূত্রের খবর ইসলামপুর মহকুমা হাসপাতালে এইচডিইউ বেডের সংখ্যা বৃদ্ধির জন্য বেশ কিছুদিন যাবদ সেটি বন্ধ হয়ে আছে। ছয় বেডের এইচডিইউ ছিল। এবার তা বেড়ে ১২ বেডের হাইব্রিড সিসিইউ ইউনিট করা হচ্ছে। আধুনিক এইচ ডি ইউ করতে বেশ কিছু অত্যাধুনিক মেশিন বসানো হবে।সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভবনের কাজ শেষ হলেও বিদ্যুতের কাজ চলছে।এই বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল কি বলছেন শুনব-

পরবর্তীতে অক্সিজেনের সংযোগের কাজ চলবে। নতুন ইউনিট চালু হতে সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ইসলামপুর হাসপাতালে এইচডিইউ থাকায় অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। এই ইউনিটে উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল। হাসপাতালের এইচডিইউ-এর মতো পরিষেবা বেসরকারি নার্সিংহোমে নিতে হলে মোটা অঙ্কের টাকা ব্যায় করতে হয়।

এছাড়া আর্থিক সঙ্গতিপূর্ণ পরিবারের ক্ষেত্রে নার্সিংহোমে চিকিৎসা করানো সম্ভব হলেও দরিদ্র পরিবারগুলির ক্ষেত্রে তা সম্ভব হয় না। গরিব মানুষের ভরসা সরকারি চিকিৎসা ব্যবস্থা। ফলে এই ইউনিটটি বন্ধ থাকায় সমস্যায় পড়ছে বহু মানুষ। মুমূর্ষু রোগীদের নিয়ে শিলিগুড়িতে ছুটতে হচ্ছে । হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) চালু রেখে পরিষেবা চালু রাখলে বাসিন্দাদের এই সমস্যার মধ্যে পড়তে হত না।স্বাস্থ্য দফতরের উদাসীনতার জন্যেই এমন সিদ্ধান্ত ।ইসলামপুরে হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি কানাইলাল আগরওয়াল জানান, উন্নত করার জন্য আপাতত সেটি বন্ধ করা হয়েছে। হাসপাতলে হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) কমপক্ষে তিন বেডের পরিষেবা চালু রেখে পরবর্তীতে ইউনিটটি আধুনিকরনের কাজ করা যায়। সেবিষয়টির দিকে নজর দেওয়া হচ্ছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close