ভর সন্ধ্যায় ইসলামপুর থানার মাদারীপুর জাতীয় সড়ক এলাকায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। অভিযোগের তীর ব্যবসায়ীর পুরনো অংশীদার রিপন দাসের বিরুদ্ধে।
সূত্রের খবর- গুলিতে জখম ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তার বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। এদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালালে তার গলায় গুলি লেগে গুরুতর জখম হন ওই চা-পাতা ব্যবসায়ী ভবেশ দেবনাথ। তাকে রক্তাপ্লুত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতির কারনে তাকে শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা।
ভবেশ দেবনাথের স্ত্রী-র অভিযোগ, পুরনো শত্রুতার জেরে তার স্বামীকে গুলি করে তার পুরনো অংশীদার। ভবেশ দেবনাথ ও রিপন দাস দীর্ঘদিন ধরেই চা পাতা ব্যবসার কাজ করতেন। মাঝখানে তারা ব্যবসা থেকে আলাদা হয়ে যান। ভবেশ দেবনাথ-এর স্ত্রী-র আরও অভিযোগ, এর আগেও তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে রিপন দাস। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।