বন্দে ভারত এক্সপ্রেসের যাতায়াতের সময় সীমা নিয়ে ব্যানার লাগিয়ে সতর্কতা বার্তা অগ্নিবীণা ক্লাবের। বন্দে ভারত এক্সপ্রেসকে কেন্দ্র করে নিত্য নৈমিত্ত্যিক যে ঘটনাগুলি ঘটে তা থেকে সবাইকে সতর্ক করার জন্য এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিবীণা ক্লাবের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, ইসলামপুরে শান্তি নগর রেল লাইন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পাড়াপাড় করেন স্থানীয় বাসিন্দারা। ঘুর পথে না গিয়ে বহুবছর যাবৎ প্রতিদিন প্রচুর মানুষ এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করেন। রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস রেলগাড়ি চালু করেছে কেন্দ্রীয় সরকার। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দু’এক দিনের মধ্যে রেলগাড়িটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। শাসক-বিরোধী দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে এনিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলতে থাকে। বন্দে ভারত এক্সপ্রেসকে চালু রাখার জন্য এই রেলগাড়ির যাতায়াতের সময় সীমা নিয়ে সতর্কবার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয় অগ্নিবীনা ক্লাব। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য তাদের এমন উদ্যোগ।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।