কালিয়াগঞ্জে কিশোরী বিষ পান করে আত্মহত্যা করলেও যারা আত্মহত্যা করাতে বাধ্য করেছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। তিনি আরও জানান, ঘটনাটি দিন পুলিশ যে ভাবে মৃতদেহ নিয়ে গেছে তার প্রতিবাদ জানানো হয়েছিল। পুলিশ দেহটিকে অ্যাম্বুলেন্সে না নিয়ে ওভাবে নিয়ে যাওয়া ঠিক মনে হয় নি। আগামী ৩০ এপ্রিল ইসলামপুর কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভা। সেই জনসভার প্রস্তুতিপর্ব খতিয়ে মঙ্গলবার সেই মাঠ পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা-সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। কানাইয়াবাবুর অভিযোগ, কালিয়াগঞ্জের কিশোরীর মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে। একই ধরনের রাজনীতি করেছিল চোপড়া এবং হেমতাবাদে। বামফ্রান্টের নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়ের দাবি প্রসঙ্গে কানাইয়াবাবু জানান, কালিয়াগঞ্জে অশান্তির কোনও খবর নেই। তবুও প্রশাসন যদি মনে শান্তি শৃঙ্খলার স্বার্থে সর্বদলীয় বৈঠক করার প্রয়োজন আছে তবে করতে পারে।
ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।