Uttar Dinajpur : বস্ত্র ব্যবসায়ী অসীম সাহার মৃত্যু নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি-র

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের ইসলামপুরে আইন শৃঙখলার অবনতির প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি-র ইসলামপুর মন্ডল কমিটি। শনিবার প্রকাশ্য দিবালোকে ইসলামপুরে বস্ত্র ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় বিজেপি যুব মোর্চার নগর মন্ডলের সম্পাদক অসীম সাহা-সহ আরও একজনের উপর দুষ্কৃতীর হামলা হয়েছিল। আহত অসীম সাহাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত তৌফিককে গ্রেফতার করেছে। দুষ্কৃতী হামলায় নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ার প্রতিবাদে শনিবার বিকেলে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি-র যুব মোর্চা ইসলামপুর মন্ডল কমিটি। রাস্তা অবরোধের খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে গ্রেফতারের পরও রাস্তা অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে যুব মোর্চা নেতৃত্বের সঙ্গে বচসা বাঁধে।

যুব মোর্চার উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাসের অভিযোগ, পুলিশ এঘটনায় মূল অভিযুক্ত তৌফিককে গ্রেফতার করে দায় এড়াতে চাইছে। তোলাবাজির টাকা দুষ্কৃতীরা কাদের কাছে পাঠাত তা পুলিশকে খুঁজে বের করে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। যুব মোর্চার নেতা অসীম সাহার মতন আর যেনও কারও দুষ্কৃতী হামলায় মৃত্যু না হয় সেবিষয়ে পুলিশকে আশ্বস্ত করতে হবে। এই ঘটনার পর ইসলামপুরের ব্যবসায়ী-সহ সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। ইসলামপুরে আইন শৃঙখলার উন্নতি করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে যুব মোর্চার পক্ষ থেকে রাস্তায় নেমে আন্দোলন করা হয়। এই আন্দোলনের পরও পুলিশি তৎপরতা না বাড়লে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাপসবাবু।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close