Islampur : বাস চলাচল বন্ধে ক্ষুব্ধ জনগণ

সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন

সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর ধরে ইসলামপুর-কলকাতা রুটের বাস বন্ধ আছে। চোপড়া ব্লকের দাসপাড়া ও দেবীঝোরা রুটে বাস চলত। সেগুলিও বন্ধ হয়ে আছে।অন্যদিকে, চোপড়ার দাসপাড়া ও দেবীঝোরা রুটে ছোট গাড়ী, ট্রেকার, অটো ও টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি বাসে যাত্রী কম হচ্ছিল। সেজন্য ওই রুট দু’টিতে বাস বন্ধ রয়েছে। এনবিএসটিসি (NBSTC) র ইসলামপুর ডিপো ইনচার্জ সুদীপ গুপ্ত বলেন, ইসলামপুর-কলকাতা রুটে যে বাসটি চলত তা পুরোনো হয়ে গেছে। নতুন বাস পেলে তা আবার পুনরায় চালু করা হবে।

ইতিমধ্যে চোপড়া ব্লকের দু’টি রুটে বাস বন্ধ আছে। বিশেষত যাত্রীরা কম ভাড়া দেওয়ার কারনে চোপড়ার দাসপাড়া ও দেবীঝোরা রুটের বাস চলাচলে সমস্যা হত। উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তিনি। অন্যদিকে, ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, ”দীর্ঘদিন ধরে কলকাতাগামী বন্ধ থাকায় সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শুধু কলকাতাই নয়, চোপড়া ব্লকের বিভিন্ন জায়গা ও সন্ধ্যের পর রায়গঞ্জ থেকে ইসলামপুর ফেরার তেমন বাস সরকারী বাস নেই। আগে সমস্ত রুটে বাস চলাচল করত, হঠাৎ কেন তা বন্ধ হলো বুঝতে পারছিনা ”।

প্রসঙ্গত স্থানীয় বাসিন্দা রঘুপতি মুখোপাধ্যায় পরিবহন সংস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, সদিচ্ছার অভাবে বাস গুলি বন্ধ রয়েছে। পরিকল্পনাহীন ভাবে ইসলামপুর ডিপো চলছে। কোনো উন্নয়ন করছে না। এতে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে নিত্যযাত্রী ছাত্র শুভজিৎ সরকার বলেন, আগে সরকারি বাস চলাচল করত তাতে তাদের যাতায়াতে সুবিধা হত এবং ভাড়াও কম লাগত। এখন তা বন্ধ হওয়াতে তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং ভাড়াও বেশী লাগছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close