Islampur : দাড়িভিট কাণ্ডে নিহত ছাত্রের মৃত্যুবার্ষিকীতে মাতৃভাষা দিবস পালন

আরও পড়ুন

অনাড়ম্বরভাবে দাড়িভিটে রাজেশ, তাপসের মৃত্যু দিবস পালিত হল। বিজেপির ছাত্র সংগঠন আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে পালন করল। রাজ্যে একের এক ঘটনায় আদালত সি বি আই তদন্তের নির্দেশ দিলেও রাজেশ, রাজেশের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সি বি আই তদন্তের নির্দেশ না পাওয়ায় হতাশ এলাকার বাসিন্দারা। সি বি আই তদন্তের ব্যাপারে এখনও আশাবাদি মৃত তাপসের মা মঞ্জু বর্মন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট হাইস্কুলের ছাত্ররা উর্দূ শিক্ষক নয়, বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে স্কুল গেটের সামনে আন্দোলন শুরু করেছিল। ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছিল। আন্দোলন চলাকালীন আচমকা গুলিবিদ্ধ হয়ে রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। বিপ্লব সরকার নামে এক প্রাক্তন ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। ঘটনার পরই বিজেপি রাজ্য স্তরের নেতারা দাড়িভিটে পৌছে জোরদার আন্দোলন গড়ে তুলেছিল। মৃত দুই ছাত্রের পরিবারের অভিযোগ পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে পুলিশের উপর ভরষা না রেখে সি বি আই তদন্ত দাবি করেছে। পুলিশ দেহ ময়নাতদন্তের পরিবারের হাতে তুলে দেবার দেহ সৎকার না করে বাড়ির পাশের জমিতে সমাধিস্ত করা হয়েছিল। মৃত পরিবারের দাবি সি বি আই তদন্তভার পেলে মৃতদেহ পূনরায় ময়নাতদন্ত করা হবে। সি বি আই তদন্তের দাবিতে দীর্ঘ কয়েকমাস মৃতের দুই ছাত্রের পরিবার স্কুল গেটের পাশে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল। আন্দোলন চলাকাকীন স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছিল।দীর্ঘ চার বছর অতিক্রান্ত হবার পরও আজও এই ঘটনার তদন্তভার সি বি আই কে দেওয়া হয় নি। ঘটনার রাশ বিজেপি হাতে থাকায় প্রতিবছর ২০ সেপ্টম্বরকে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করে আসছে। বিগত বছর গুলিতে পর পঞ্চায়েত, লোকসভা, এবং বিধানসভা নির্বাচন থাকায় জাকজমকপূর্নভাবে এই দিনটি পালন করা হয়েছে।এবারে কোন নির্বাচন না থাকায় দাড়িভিটে বাংলা ভাষা দিবস পালিত হলেও অনুষ্ঠানে তেমন জৌলুষ ছিল না। বাংলা ভাষা দিবস উপলক্ষে রক্তদান শিবির, সমাধিস্থলে শ্রদ্ধা জানানো ছাড়া বড় ধরনের কোন অনুষ্ঠান হয় নি। এবিভিপি উত্তরবঙ্গীয় প্রান্তিয় সভাপতি আশীষ মন্ডল, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ছাড়া বড় কোন নেতারাও অনুষ্ঠানে উপস্থিত হন নি। রাজেশ, তাপসের মৃত্যুকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। দীর্ঘ চারবছর পরও ঘটনার তদন্তভার সি বি আইকে দেওয়া হল না। এবারে ভোট না থাকায় সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বড় কোন বিজেপি নেতাদের দেখা মিলল না। অনুষ্ঠান নয় রাজেশ, তাপস রহস্যজনক মৃত্যুর বিচার চাইছে দাড়িভিটের বাসিন্দারা। জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তাপস শিকারী। স্থানীয় বাসিন্দারা বিচারের আশা হারিয়ে ফেললেও মৃত তাপসের মা বিজেপি উপর থেকে এখনই আশা হারাতে চাইছে না। রাজ্য সরকারের পুলিশ রাজেশ এবং তাপসকে গুলি করে হত্যা করায় ঘটনার তদন্তভার সি বি আইকে দিতে চাইছে না। বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলেই এই ঘটনার তদন্তভার সি বি আই হাতে যাবে। যতদিন সি বি আই তদন্তভার না পাচ্ছে ততদিন তারা আন্দোলন জারি রাখবেন। রাজেশ, তাপসের মৃত্যুর ঘটনায় সি বি আই তদন্তের আজও আশ্বাস দিয়েই চলেছেন এবিভিপি নেতারা।

ফোর্টিন টাইম লাইন, দাড়িভিট, ইসলামপুর।  

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close