Chopra : বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল কিশোর

আরও পড়ুন

বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে ডক নদীতে তলিয়ে গেল এক কিশোর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডগ ব্রিজ এলাকায়। ওই যুবকের নাম জাকির হোসেন (১৬)। বাড়ি চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অরুয়াগছ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে কয়েকজন বন্ধু মিলে ডগ নদীতে স্নান করতে নামে। স্নান করার সময় জাকির হোসেন নামে ওই কিশোর নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। নদীতে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ শুরু করেছে পুলিশ ও স্থানীয় মানুষেরা। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

ফোর্টিন টাইম লাইন চোপড়া ইসলামপুর

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close