House on Fire, Islampur: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গরিবের বাড়ি

আরও পড়ুন

ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি সুদৃশ্য বাড়ি। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। কিভাবে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের লাহুতাড়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাপাড়া গ্রামে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সূত্রের খবর, কলাপাড়া গ্রামের বাসিন্দা বিবি রোশনী ছেলে মেয়েদের নিয়ে সংসার চালান। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বেশ কিছুদিন আগে স্বামীর মৃত্যু হয়েছে। এরই মাঝে মেয়ে বিয়ে চূড়ান্ত করেছেন ওই রমণী। বাড়ির জমির একাংশ বিক্রি করে প্রায় চার লক্ষ টাকা রেখেছিলেন। বাড়িতে আগুন লাগায় বাড়ির সমস্ত সম্পত্তি-সহ নগদ টাকাও পুড়ে ছাই হয়ে যায়। সর্বশান্ত হয়ে এখন সমস্যায় পড়েছেন বিবি রোশনী। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পঞ্চায়েত সদস্য এস কে আজাদ। তিনি জানান, চরম দারিদ্রতার মধ্য দিয়েই দিন কাটাচ্ছিলেন ওই পরিবারের সদস্যরা। আগুন লেগে ঘরে জামাকাপড়-সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ছেলে মেয়েদের নিয়ে কিভাবে সংসার চালাবেন তা তারা বুঝতে পারছেন না৷ ব্লক প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করার আবেদন জানিয়ছেন। স্থানীয় বাসিন্দা রমেশ চন্দ্র সিনহা জানান, বিয়ের নগদ টাকা সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।দরিদ্র পরিবারটির দিন গুজরান করার মতো কোনোকিছুই আর অবশিষ্ট নেই। ব্লক প্রশাসনকে ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছেন। কিভাবে আগুন লাগল তা কেউ বলতে পারেননি।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে উত্তম পালের সঙ্গে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close