কাফ সিরাপ সহ এক পাচারকারীকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ৷ শুধু তাই নয়, ওই ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। জানা গিয়েছে, বৃহষ্পতিবার গভীর রাত্রে করণদিঘি থানার রসাখোয়ার শিলিগুড়ি মোড় এলাকায় নাকা চেকিং চলে। সেই সময় ধৃত ওই ব্যক্তিকে কাফ সিরাপ এবং গাড়ি সহ গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, পাচার কান্ডে ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ সাদেক আনসারি। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সোলপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক ধরে একটি যাত্রীবাহী গাড়ি পুলিশের নাকা চেকিং দেখে ভয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে। তখনই সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা ধাওয়া করে ওই গাড়িটিকে। অবস্থা শোচনীয় দেখে পাচার কান্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তি পালানোর চেষ্টা করলেও শেষমেশ পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী ওই গাড়িটি তল্লাশি করে দেখা যায় ১৩ টি বড় বস্তা এবং দুটি কার্টুন। কার্টুন দুটি খুলতেই দেখা যায় প্রায় ৩৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজার দর আনুমানিক ৬ লক্ষ ৩০ হাজার টাকা। ডব্লু বি ৬০ এল/৪৭৫৪ নম্বর লেখা ওই যাত্রীবাহী গাড়িটিও বাজেয়াপ্ত করে নেয় করণদিঘি থানার পুলিশ।
উল্লেখ্য, করণদিঘি থানার পুলিশের এক সাব ইন্সপেক্টর এই বিষয়ে জানিয়েছেন যে, গতকাল রাতেই ওই গাড়িটি একটি ট্রাক্টর দিয়ে টেনে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যেসব আধিকারিকরা রয়েছেন, তারা এ ব্যাপারে তল্লাশি চালায় এবং ধৃত ওই ব্যক্তিকে নানান জিজ্ঞাসাবাদ করে। ধৃত মহম্মদ সাদেক আনসারিকে এদিন করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার কিছু মেডিক্যাল টেস্ট করানো হয়। তারপর সেখান থেকে তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার এ বিষয়ে বলেছেন যে, এই পাচার কাণ্ডের সঙ্গে জড়িত ধৃত ওই ব্যক্তিকে তিন দিনের জন্য পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে।