ব্যাঙ্ক প্রতারিতদের এখন থেকে আর দূরে যেতে হবে না। ইসলামপুর শহরেই তারা থানায় পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন। বুধবার ইসলামপুর নিউ টাউনে সাইবার ক্রাইম থানার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের ডিআইজি অনুপ জয়সোয়াল-সহ ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার।
বুধবার ইসলামপুর পুলিশ জেলায় ইসলামপুর ট্রাফিক গার্ডের নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এবিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন, “আধুনিক প্রযুক্তির যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এই প্রতারনার হাত থেকে বাঁচতে রাজ্য সরকার ইসলামপুর পুলিশ জেলায় সাইবার ক্রাইম থানার অনুমোদন দিয়েছে। বুধবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। আজ থেকেই ইসলামপুর জেলার সাইবার ক্রাইম থানায় গিয়ে প্রতারিতরা অভিযোগ জানাতে পারবেন।”
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।