বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের নেতাজিপল্লি এলাকায়।
সূত্রের খবর- নেতাজিপল্লীর বাসিন্দা সুদীপ ঠাকুর নামে এক অবসর প্রাপ্ত কর্মীর বাড়িতে এই চুরির ঘটেছে। ওই ব্যক্তি প্রায় দু মাস ধরে রাঁচিতে তার ছেলের কাছে রয়েছেন। শুক্রবার সকালে গেটের তালা খোলা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই ওই ব্যক্তির আত্মীয়রা ছুটে আসেন তারপর ঘরে ঢুকলে জানা যায়- ঘরের ভিতরে থাকা আলমারি ভেঙে সমস্ত কিছু লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অনুমান বাসিন্দাদের।
তড়িঘড়ি খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ’ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু” করেছে পুলিশ।