সরকারি সম্পত্তি চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। এরপর তাকে গাছের সঙ্গে বেধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুষ্কৃতীকে বাঁধন মুক্ত করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দেশবন্ধু পাড়ায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দেশবন্ধু পাড়া সংলগ্ন এলাকায় একটি পূর্ত দফতর রয়েছে। সেই পূর্ত দফতরের পড়ে থাকা সামগ্রী স্থানীয় বাসিন্দাদের সামনেই প্রায়শই দুষ্কৃতীরা টোটো ভর্তি করে চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাধা দিলেও তাতে কেউ কর্নপাত করেনি। সোমবার সকালে এক দুষ্কৃতী সেই পূর্ত দফতরের সামগ্রী চুরি করতে এলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তাকে ধরে ফেলে। তাকে গাছে বেধে রেখে ইসলামপুর থানায় খবর দেয় স্থনীয় বাসিন্দারা। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা রঘুপতি মুখোপাধ্যায়ের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার কারনেই এই এলাকায় চুরির ঘটনা বাড়ছে। পূর্ত দফতরের সামগ্রী দুষ্কৃতীরা আগেও একাধিকবার চুরি করে নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে এই চুরি সংগঠিত হয়েছে। এই দুষ্কৃতীদের সঙ্গে আরও বড় চক্র যুক্ত আছে বলে তার অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।