SH11 Toll Tax, Islampur: রাজ্যসড়কেও টোল আদায়ের ভাবনা ইসলামপুর পুরসভার

আরও পড়ুন

জাতীয় সড়কের মত এবার থেকে ষ্টেট হাইওয়েতেও টোল আদায় করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। টোল প্লাজা তৈরি করার জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু করল ইসলামপুর পুরসভা। টোলপ্লাজা তৈরি করতে রাস্তার পাশে অতিরিক্ত জায়গার প্রয়োজন। পূর্ত দফতরের জমি দখল করে যে সমস্ত দোকানদার বসে আছেন তাদেরকেও সরিয়ে দিতে চাইছে ইসলামপুর পুরসভা।

রূপাহার থেকে শিলিগুড়ি পর্যন্ত ৩৪ এবং ৩১ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ডালখোলা এবং ইসলামপুরে বাইপাস করা হয়েছে। ডালখোলা এবং ইসলামপুর শহরের উপর দিয়ে জাতীয় সড়ক যাওয়ায় প্রতিনিয়ত ব্যাপক যানজটের সৃষ্টি হত। এই যানজটে সাধারণ মানুষ নাজেহাল হতেন। বাইপাস জাতীয় সড়ক হওয়ায় শহরে যানজট প্রায় নেই বললেই চলে। ইসলামপুর পুরসভা শহর সৌন্দয্যায়নের উদ্যোগ নিলেও রাস্তার ধারে জবর দখল করে গজিয়ে ওঠা দোকানপাটের জন্য পুরসভা সৌন্দর্যায়নের কাজ হাতেই নিতে পারেনি। সম্প্রতি রাজ্য সরকার ষ্টেট হাইওয়েতে টোল ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই টোল ট্যাক্স নেওয়ার জন্য টোলপ্লাজা তৈরি করার জন্য ইসলামপুর পুরসভা এবং পূর্ত দফতরকে নির্দেশ দেয়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সোমবার পূর্তদফতরের আধিকারিকরা পুরসভার আধিকারিকদের নিয়ে শহরের জমি মাপজোখের কাজ শুরু করে। ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, রাজ্য সরকার ষ্টেট হাইওয়েতে টোলপ্লাজা করতে চাইছে। সেই কারনেই টোলপ্লাজা তৈরির জন্য জমি চিহ্নিতকরণের জন্য পূর্তদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী পূর্ত দফতর জমি চিহ্নিতকরণ করে মাপজোখের কাজ শুরু করেছে। বাইপাস চালু হওয়ার পর ইসলামপুর শহর যানজট মুক্ত হয়েছে। ইসলামপুর শহর সৌন্দয্যয়ায়নের পরিকল্পনা নেওয়া হলেও জবর দখলকারি দোকানদারদের জন্য সেই কাজ হাতে নেওয়া যাচ্ছে না। পূর্ত দফতর এই কাজ শুরু করায় তাদের আধিকারিকদের সঙ্গে পাঠানো হয়েছিল। জমির পরিমাণ হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- তাদের সন্মেলনেই পুরপিতা জবরদখলের সমস্যার কথা উল্লেখ করেছেন। জমি মাপামাপির কাজ শেষ হলে তারা বৈঠক করে পর্যায়ক্রমে পদক্ষেপ ঠিক করবেন। এ বিষয়ে কালিয়াগঞ্জের পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল কি বলেছেন শুনুন-

অন্যদিকে ইসলামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলামের মন্তব্য শুনে নেব-

অন্যদিকে ইসলামপুর পথিপার্শ্বস্থ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী কি বলেছেন শোনাব-

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close