Islampur Municipality: গৃহনির্মাণে ৩০০ পরিবারকে এক লক্ষ টাকা করে দান ইসলামপুর পুরসভার

আরও পড়ুন

প্রত্যেকের জন্য ঘর। এইচ এফ এ প্রকল্পে মঙ্গলবার ইসলামপুর পুরসভায় তিনশো পরিবারকে দ্বিতীয় কিস্তির এক লক্ষ টাকা তুলে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ইসলামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পাঁচটি রাস্তা এবং একটি নিকাশি নালা তৈরির কাজ শুরু করেন ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল। প্রকল্পের জন্য ব্যয়ভার ধরা হয়েছে প্রায় ৬৪ লক্ষ টাকা। পুরসভার আধিকারিকরা ছাড়াও পুরসভার কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচি ছাড়াও পুরসভার আয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সুবিধার্থে নতুন সাজে ডরমেটরির উদ্বোধন করেন পুরপিতা। কানাইয়ালাল আগরওয়াল আরও জানিয়েছেন, ‘হাউস ফর অল’ প্রকল্পে ইতিমধ্যেই তিনশো পরিবারের হাতে ৭০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছিল।প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর উপভোক্তারা দ্বিতীয় কিস্তিরবাবদ এক লক্ষ টাকা করে পাবেন। ইতিমধ্যেই রাজ্য সরকার এই ঘর তৈরির জন্য তাদের কাছে তিন কোটি টাকা বরাদ্দ করেছে। ঘর তৈরির এক লক্ষ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে চলে যাবে। চলতি সপ্তাহে এই টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে বলে পুরপিতা বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। এবিষয়ে ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল আর কি কি জানিয়েছেন শুনে নেব-

এবিষয়ে ইসলামপুর পুরসভার আধিকারিক আরিকুল ইসলাম কি বলেছেন শোনাব-

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস  ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close