রবিবার সকালে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের চাঁদমনি এলাকায়। কাঠালবাড়ি গ্রামের বাসিন্দা মৃত ওই যুবকের নাম আরজাবুল হক, বয়স ১৮ বছর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশি সূত্রে খবর, শনিবার রাতে আরজাবুল হক খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপরেই নিখোঁজ হয়ে যান তিনি। রবিবার সকালে ইসলামপুর ব্লকের চাঁদমনি এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি কাঁঠাল গাছের সঙ্গে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় বাসিন্দারাই মৃতের পরিবারকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট না হলেও সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।