হাসপাতাল থেকে বাচ্চা চুরি করতে এসে হাতেনাতে ধরা পরে গেলো এক মহিলা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সূত্রের খবর হঠাৎ হাসপাতালের প্রসূতি বিভাগে এক মহিলা বাচ্চা কোলে করে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে রোগীর আত্মীয় স্বজনেরা। উল্লেখ্য বুধবার সকালে এই ঘটনায় ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ওই মহিলা বাচ্চা চুরি করে পালাচ্ছিল বলে অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের। ঘটার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় স্বজনরা। এই বিষয়ে বাচ্চার মা কি বলছেন শুনব –
পরবর্তীতে শোনা যায় ওই মহিলা না কি মানুষিক ভারসাম্যহীন। এখন প্রশ্ন উঠছে যদি ওই মহিলা মানুষিক ভারসাম্যহীন হয় থাকেন তাহলে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভিতরে ঢুকলেন কি করে? এত সিকিউরিটি গার্ড তখন কি করছিল। যদি সত্যিই ওই মহিলা বাচ্চা নিয়ে চলে যেত তাহলে দায়ি কে নিত। এতবড় একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল অথচ এই ধরনের ঘটনা এবার হাসপাতালের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে রোগীর আত্মীয় স্বজনরা । অন্যদিকে, সিকিউরিটি গার্ডের গাফিলতির কথা স্বীকার করেন হাসপাতালের সিকিউরিটি গার্ডের ফেসিলিটি ম্যানেজার এহসান আলী আফজা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ হাসপাতালে গিয়ে ওই মহিলা কে আটক করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে এহসান আলী আফজাল (সিকিউরিটি গার্ডের ফেসিলিটি ম্যানেজার) কি বলছেন শুনে নিই –