Islampur MLA : বিধায়ক পদ কি ছাড়তে চলেছেন করিম !

আরও পড়ুন

বিধায়ক পদ থেকে কি ইস্তফা দিতে চলেছেন ইসলামপুরের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল করিম চৌধুরী ! এমনই প্রশ্নে উত্তর জল্পনা তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রাজনীতিতে ।

প্রসঙ্গত,ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছেলেকে না দিয়ে একজন সন্ত্রাসবাদীকে দল ব্লক সভাপতির দায়িত্ব দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, বর্ষীয়ান নেতা আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের নিজ বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তুলে তার এই মনোভাব পরিষ্কার করলেন। নবনিযুক্ত ব্লক সভাপতি বিধায়কের এই দাবিকে গুরুত্ব দিতে রাজি নন। দল তার কাজ এবং স্বচ্ছতা বিচার করেই ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছেন।বিধায়কের অভিযোগ মানতে চাননি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়াবাবুর দাবি- একজন দক্ষ সংগঠকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন করিমবাবু।বিধায়ক নিজের ছেলেকে ব্লক সভাপতি করতে না পেরে একজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।

গত ১৪ আগষ্ট তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি জেলায় ব্লক,শহর, মহিলা এবং শ্রমিক সংগঠনের সভাপতি এবং সহ-সভাপতির নাম ঘোষণা করে। সেই তালিকায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক সভাপতি করা হয় জাকির হুসেনকে।ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চোধুরী মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলন করে দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ছেলে ইমদাদ চৌধুরীকে ব্লক সভাপতি করার আশ্বাস দিয়েছিলেন। দলনেত্রীর আশ্বাস সত্বেও ইমদাদকে সভাপতি না করে ইসলামপুরের একজন সন্ত্রাসবাদীকে ব্লক সভাপতি করা হয়। মমতা বন্দোপাধ্যায়ের ইসলামপুরের ব্লক সভাপতি হিসেবে জাকির হুসেনকে করায় তিনি ক্ষুব্ধ। বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, জাকির হুসেন একজন সন্ত্রাসবাদী। তিনি সব সময় বন্দুক নিয়ে ঘোরাফেরা করেন। বিধানসভা নির্বাচনে এই জাকির হুসেন তাকে হারানোর চেষ্টা করেছিলেন। ভুজাগাও হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে তার কর্মীদের উপর হামলা করছেন। জাকিরের নাম ব্লক সভাপতি ঘোষণার পর তার অনুগামীদের দোকান বন্ধ করে দিয়েছে। তিনি সমস্ত কিছু দলের নেতৃত্বকে জানালেও দল এব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন, এই পরিস্থিতিতে মমতা বন্দোপাধ্যায় তাকে বিধায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলে তিনি ইস্তফা দিতে তৈরি আছেন। যাকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছেন সেই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন বিধায়কের অভিযোগকে আমল দিতে রাজি নন। জাকির হুসেনের দাবি- তৃণমূল কংগ্রেসের প্রতীক কারোর কাছ থেকে সরে গেলে তার কোনও অস্তিত্ব থাকবে না। দলের ঘোষণা অনুযায়ী দলের কাজকর্ম, স্বচ্ছতা বিচার করে এবারে নতুন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি- একজন দক্ষ সংগঠকের বিরুদ্ধে বিধায়ক মিথ্যা অভিযোগ করছেন। আসলে বিধায়ক আব্দুল করিম চোধুরী তার ছেলেকে ব্লক সভাপতি করতে চেয়েছিলেন। তাকে ব্লক সভাপতি করতে না পেরে এধরনের মিথ্যা অভিযোগ করছেন। সন্ত্রাসবাদমূলক কাজকর্ম তার নজরে আসেনি বলে জেলা সভাপতি দাবি করেছেন।

ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close