বাড়ির জায়গা নিয়ে বিবাদের জেরে ছেলে ও বৌমার হাতে আক্রান্ত হল বাবা, দাদা ও বৌদি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাকায়। আক্রান্ত বাবার নাম দিনু মন্ডল, বয়স ৫৫ বছর, আক্রান্ত দাদার নাম বিপ্লব মন্ডল, বয়স ৩০ বছর ও তার স্ত্রী ফুলকুমারী মন্ডল।
পরিবার সূত্রে খবর, দুর্গা পূজার সময় দিনু মন্ডল তার তিন ছেলের নামে জায়গা ভাগ করে দিয়েছিলেন। কিন্তু বাবার গোয়াল ঘরটি ছোট ছেলে অভিযুক্ত সঞ্জিত মন্ডলের জায়গার মধ্যে পড়ে যায়। এই নিয়ে বুধবার রাতে ওই গোয়াল ঘরটি ভাঙতে যায় সঞ্জিত মন্ডল ও তার স্ত্রী কাজল মন্ডল। এই নিয়ে বাবা প্রতিবাদ করতে গেলে বাবাকে ব্যাপক মারধর করে ছোট ছেলে সঞ্জিত ও তার স্ত্রী কাজল মন্ডল। এরপর বাবাকে মারধোর করতে দেখে ছুটে আসেন বড় ছেলে বিপ্লব মন্ডল ও তার স্ত্রী ফুলকুমারী মন্ডল। তাদেরকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি তাদের তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুইজনকে রাত্রি এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।