অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজুর সংগঠনের কর্মী-সমর্থকেরা সোমবার দুপুরে বিক্ষোভ দেখান। কৃষকদের অবিলম্বে ধানের বীজ সরবরাহ করতে হবে। সারের কালোবাজারি বন্ধ করতে হবে সর্বোপরি কৃষকদের কীটনাশক সরবরাহ করতে ও দাম কমাতে হবে এই তিনটি দাবি নিয়ে বিক্ষোভ হয়। ইসলামপুর সহ-কৃষি অধিকর্তার করণের সামনে এদিন বিক্ষোভ হয়।
সোমবার দুপুরে তিনটি দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয় সহ-কৃষি অধিকর্তার করণের কাছে। তিনি বিষয়টি বিস্তারিতভাবে জানবেন বলে জানিয়েছেন। যদি তাদের এই দাবি মানা না হয়, তবে তারা আগামীতে লাগাতার আন্দোলন, কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন। এবিষয়ে ইসলামপুরের ব্লক সম্পাদক দয়াল সিংহ বলেন,
ইসলামপুর স-কৃষি অধিকর্তার করণের ভারপ্রাপ্ত আধিকারিক সিজার মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এই ধানের বীজ গোটা ব্লক থেকে দেওয়ার নিয়ম নেই। এই ধানটা একটা জায়গায় দেওয়ার নিয়ম রয়েছে। যেহেতু এবার শিলাবৃষ্টিতে যে চারটি গ্রাম পঞ্চায়েতে চাষিদের ক্ষতি হয়েছে, সেইসব এলাকার চাষিদেরই তা দেওয়া হবে”। তবে সারের কালোবাজারি ও কীটনাশক বিষয়ে যে অভিযোগগুলি দিয়েছেন সেগুলি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন সহ-কৃষি অধিকর্তা।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর