Uttar Dinajpur: পুলিশের লাঠির ঘায়ে জখম বিধায়ক হামিদুল হাসপাতালে

আরও পড়ুন

পুলিশের এলোপাথারি লাঠির ঘায়ে গুরুতর আহত হলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। সঙ্গে আহত হয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীও। আহত বিধায়ককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পর ইসলামপুর ভোট গণনাকেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সূত্রের খবর, ইসলামপুর ব্লকের ৪ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী হয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান কন্যা অর্জুনা বেগম। তারই গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের নিয়ে বিধায়ক যাচ্ছিলেন। সেখানেই পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তার কাছে পরিচয়পত্র দেখতে চাওয়ায় তাদের সঙ্গে বিধায়কের অনুগামীদের মধ্যে বচসা বাঁধে। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান-সহ বেশ কয়েক জন তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত হন। এই ঘটনার পরই উত্তেজনা আরও বাড়লেও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরবর্তীতে ভোট গণনা শুরু হয়। আহত বিধায়ক হামিদুল রহমান-সহ জখম কর্মীদের ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। বিধায়ক হামিদুল রহমান ইসলামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। জখম তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের উপর লাঠিচার্জ করে।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close