নানান প্রশ্নের শিকার সাংসদ দেবশ্রী চৌধুরী

আরও পড়ুন

সাতদিন পর ক্ষতিগ্রস্ত এলাকায় পৌছলেন রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার দুপুরে ইসলামপুর ব্লকের কুন্দরগাঁও এলাকায় তিনি যান এবং সেখানে কিছু পরিবারকে ছয়টি করে ঘরের টিন বিতরণ করেন। সূত্রে জানা যায় পর্যাপ্ত পরিমাণ টিন না থাকায় অনেক জনকেই খালি হাতে বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের।


উল্লেখ্য গত ১০ তারিখ রবিবার ইসলামপুর ব্লকের বেশ কিছু এলাকায় আছরে পরে শিলা বৃষ্টি। শিলা বৃষ্টিতে তছনছ হয়ে যায় কয়েক হাজার ঘর বাড়ি। বাদ যায়নি জমির ফসলও। তবে এতদিন কেটে যাওয়ার পর রবিবার দুপুরে এলাকায় দেখা যায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। বেশ কিছু পরিবারকে ঘরের টিন তুলে দেন তিনি। তবে ,পর্যাপ্ত পরিমাণ টিন না থাকায় অনেককেই খালি হাতে ফিরতে হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আরও অভিযোগ এতদিন পেরিয়ে গেলেও সরকারি ভাবে একটি ত্রিপল ছাড়া আর কোনও সরকারি সাহায্য পাননি তারা। এমনকি গ্রামের বাড়ি ঘর দেখানোর জন্য রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে বলা হলে তিনি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পরেন বলে সূত্রে জানা গিয়েছে । তবে এখন প্রশ্ন উঠেছে, এদিন যারা টিন পাননি তারা কি আদৌ ঘরের টিন পাবেন কিনা সেই আশায় রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি।

অন্যদিকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দিল্লির সাংসদ শেষ হওয়ার পর তিনি ভোট প্রচারের আসানসোল গিয়েছিলেন। আসানসোল থেকে ফিরে রায়গঞ্জের ট্রেন ও বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকার কারণে পৌঁছতে পারেননি। তবে শুরু থেকে দলের নেতৃত্বরা ছিলেন বলে জানান তিনি। তবে ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার এই বিষয় নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসককে বলা হয়েছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি তৃণমূলের অভিযোগ, এই বিষয়ে দেবশ্রী দেবী রাজ্য সরকারকে কিছু জানাননি। যেখানে সবাই জানে শিলা বৃষ্টিতে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সামান্য কয়েকটি টিন বিতরণ করা লোক দেখানো মাত্র।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close