উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের ইসলামপুর ব্লক কমিটি গঠিত হ’ল শনিবার। এদিন ইসলামপুর শহরের ডরমেটরি হলে একটি সভার মাধ্যমে এই কমিটি গঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, কলকাতা থেকে আসা ফ্যাসিবাদী বিরোধী গণমঞ্চের রাজ্য সভাপতি তথা তৃণমূল বুদ্ধিজীবী সেলের অন্যতম মুখ বিশ্বনাথ চক্রবর্তী, তৃণমূল নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সাধারণ সম্পাদক অভিষেক দাস, সম্পাদক সুভাষ দে, সংগঠনের চেয়ারম্যান দুলাল বিশ্বাস, সদস্য গায়ত্রী সরকার, প্রবীণ তৃণমূল নেতা সোমনাথ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সভায় পৌরহিত্য করেন অভিষেকবাবু।
এদিন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ও এন আর সি, সিএ-এর প্রতিবাদে জোড়ালো বক্তব্য রাখেন বিশ্বনাথ চক্রবর্তী, তিনি বলেন, ধর্মের তাস খেলে রাজ্যভাগের চক্রান্ত করছে বিজেপি। যার বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে এর বিরোধিতা করতে হবে। আর যতদিন আমাদের মাথার উপর নেত্রী হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
সংগঠনের ইসলামপুর ব্লক সভাপতি নির্বাচিত হন বিপ্লব সরকার, সম্পাদক বিভূতি দাস, সহ-সভাপতি রাখাল চন্দ্র ওঝা-সহ ২৩ জনের কমিটি গঠিত হয়। এদিন কানাইয়ালালবাবু বলেন, এই ব্লক কমিটি আগামীদিনে মানুষের পাশে থেকে নমঃশূদ্র ও উদ্বাস্তুদের জন্য যেনও ভালোভাবে কাজ করতে পারেন সে বিষয়ে তিনি আশাবাদী।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।