শোবার ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের জীবনমোড় এলাকায়। মৃত ওই যুবকের নাম কৌশিক দেবনাথ। বয়স ২৬ বছর। বাড়ি কোচবিহার জেলায়। তার কোচবিহারে একটি কর্মসংস্থানও হয়েছিল বলে জানিয়েছেন গৃহকর্তা।
গৃহকর্তা নরেশ চন্দ্র পাল জানিয়েছেন- প্রায় ২ মাস আগে তার বাড়ি ভাড়া নিয়ে থাকত ওই যুবক। কর্মসূত্রেই সে ইসলামপুরে এসেছিল। ওই যুবক একটি সারের কোম্পানিতে কাজ করত। নরেশবাবু আর কি কি জানিয়েছেন শোনাব-
সকাল থেকে দুপুর হয়ে গেলেও ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় পাশের ভাড়াটেদের। ঘরের জানালা ধাতব বস্তু দিয়ে ফাঁকা করে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
আত্মহননের কারন খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ।