Uttar Dinajpur: টোটো ভাড়া নেওয়াকে কেন্দ্র করে মদ্যপায়ী যাত্রীদের সঙ্গে বচসায় রণক্ষেত্র নয়াবস্তি

আরও পড়ুন

সোমবার রাতে ইসলামপুর থানার নয়াবস্তি এলাকায় টোটো ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দু ‘পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। চলেছে ইট এবং পাথর বৃষ্টিও। ঘটনায় দু’পক্ষের জখম হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর- ইসলামপুর থানার নয়াবস্তি এলাকায় আজমীরান্নেসা নামে এক মহিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সোমবার দুপুরেই সেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর ওই বিয়ে বাড়িতে বিহারের কিছু আত্মীয় এলাকারই এক টোটো ভাড়া করতে যান। অভিযোগ, ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিল। ওই টোটো ভাড়া নেওয়াকে কেন্দ্র করে এক টোটো চালককে বেধড়ক ঠ্যাঙায় বলে অভিযোগ। পাল্টা টোটো চালকের বিরুদ্ধেও মারধর করার অভিযোগ তুলেছেন পরিবারের অন্যান্য সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। সংঘর্ষ, মারধর ঘরবাড়ি ভাঙচুর, দুই পক্ষের মধ্যে চলে পাথরবৃষ্টিও। এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

তবে মদ্যপায়ী কিছু বিহারের অতিথির জন্য এলাকাটি যে ক্ষণিকের মধ্যেই রণক্ষেত্র হয়ে উঠেছিল তা একরকম পরিষ্কার।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের নয়াবস্তি ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close