Islampur: বাঘ ধরার খাঁচা দেখে মনের জোর বৃদ্ধি গ্রামবাসীদের

আরও পড়ুন

খবর সম্প্রচারের ২৪ ঘন্টার মধ্যে বাঘ ধরার খাঁচা নিয়ে হাজির গ্রামে। খাঁচা বসানো দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালানাগীন এলাকায়।

উল্লেখ্য গত ১০ থেকে ১২ দিন ধরে ইসলামপুর থানার কালানাগীন এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক পোষ্য প্রাণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রবিবার রাতেও গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যেতে দেখতে পান এক মহিলা। এবং সোমবার সকালে এক চা বাগান থেকে ওই ছাগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় আরও বেশি আতঙ্ক ছড়িয়ে। সেই খবর সম্প্রচারের পর টনক নড়ে বন দফতরের আধিকারিকদের। মঙ্গলবার বাঘ ধরার খাঁচা নিয়ে হাজির হয় গ্রামে। সেই খাঁচা বসানো দেখতে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন আপনাদের খবর সম্প্রচারের পর আজ, মঙ্গলবার বন দফতরের আধিকারিকেরা এলাকায় এসেছেন। এবং বাঘ ধরার খাঁচা বসাচ্ছেন তারা। তাই সংবাদ মাধ্যমেকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। তবে হিংস্র বন্যপ্রাণী কি করে ইসলামপুর এলাকায় ঘুরে বেড়ালো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close