সড়ক দুর্ঘটনায় নিহত হল এক কিশোর। এই ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মৌলানি এলাকায় রাজ্য সড়কের ওপর।
সূত্রের খবর, নিহত ওই কিশোরের নাম মনজর আলি, বয়স ১১ বছর। আহত হয়েছে আফসার আলি নামের ১৬ বছর বয়সী আরও এক কিশোর। রবিবার সকালে বাইক নিয়ে বাড়ি থেকে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মৌলানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা তড়িঘড়ি এসে গুরুতরভাবে জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। আহত আর একজন জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।