বন্দেভারত এক্সপ্রেস ইসলামপুর থানার আলুয়াবাড়িতে পৌছতেই চরম উত্তেজনার সৃষ্টি হল।তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলই ট্রেনের সাফল্য দাবি করায় উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার হাওড়া ষ্টেশনে আনুষ্ঠিকভাবে বন্দেভারত এক্সপ্রেসের শুভ সূচনা হয়। রেল মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যে প্রথম দ্রুত গতি সম্পন্ন এই ট্রেনটি রাত্রি সাড়ে আটটার নাগাদ ইসলামপুরের আলুয়াবাড়িতে এসে পৌছায়। ট্রেনের সাফল্যকে নিজেদের দিকে টানতে বিজেপি, তৃণমূল কংগ্রেস দুই দলই আগে থেকে প্ল্যাট ফর্মে দলীয় পতাকা নিয়ে ভিড় জমায়। ট্রেন ষ্টেশনে পৌছতেই দুই দলই শ্লোগান পাল্টা শ্লোগানে ষ্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দুই দলের কর্মী সমর্থককে নিয়ন্ত্রনে আনতে রেল পুলিশকে হিমশিম খেতে হয়।
বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আবাস যোজনার ঘর চুরি, চাল চুরি-সহ সমস্ত ধরনের চুরির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বপ্ন বন্দেভারত এক্সপ্রেস এবার তৃণমূল কংগ্রেস চুরি করে বলবে দিদির অনুপ্রেরনায় এই ট্রেন চালু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিক্রম দাস জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের দাবি আজ পূরন হল। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতেই তৃনমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস আলুয়াবাড়ি ষ্টেশনে হাজির হয়েছেন। ট্রেন দিলেই হবে না।বন্দেভারতের মত দ্রুত ট্রেনের আলুয়াবাড়ি ষ্টেশনে ষ্টপজের দাবি করেছেন বিক্রমবাবু।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।