আলু ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুনঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের হারুয়াগাঁও গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার সকালে ইসলামপুর থানার মরুয়াগাঁও গ্রামে এক আদিবাসী যুবক আলু চাষ করতে যান। ভোরের কুয়াশার অন্ধকারের মধ্যে আচমকাই ওই যুবক ক্ষেতের মধ্যে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। এই খবর চাউর হতেই আশপাশের গ্রামের মানুষজনও ঘটনাস্থলে চলে আসেন। কিশোরীর পরিচয় জানার চেষ্টা করলেও তার পরিচয় কেউ দিতে পারেননি। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ মৃত কিশোরীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃত কিশোরী তাদের এলাকার নয়। দুস্কৃতিরা অন্য কোথাও খুন করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে। খুন না অন্য কোনভাবে মৃত্যু হয়েছে ওই কিশোরীর তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।