Islampur : উপ-পুরপিতা মনোনীত হয়নি, ক্ষোভ এলাকায়

আরও পড়ুন

নির্বাচনে পুরসভা দখলের পর তিন মাস পার হয়ে গেলেও আজও ভাইস চেয়ারম্যানের পদ খালি পড়ে রয়েছে ইসলামপুর পুরসভায়। ঠিক কি কারনে এতদিন পর্যন্ত ভাইস চেয়ারম্যান মনোনীত করতে পারেননি চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখা দিয়েছে রাজনৈতিক জল্পনাও। বিজেপি-র দাবি গোষ্ঠীকোন্দলের জেরেই ভাইস চেয়ারম্যান নিয়োগ করতে পারেনি তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুর পুরবোর্ড। যদিও পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, প্রস্তাবিত ভাইস চেয়ারম্যান অসুস্থ থাকায় এই সমস্যা হয়েছে। দ্রুত ইসলামপুর পুরসভায় ভাইস চেয়ারম্যান মনোনীত করা হবে।

সারা রাজ্যের ১০১টি পুরসভার সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি ইসলামপুর পুরসভার ১৭ টি আসনে ভোটগ্রহণ হয়। ভোটের ফলাফলে দেখা যায় তৃণমূল ১১ টি, নির্দল ৩ টি, বিজেপি ২ টি এবং সিপিএম ১ টি ওয়ার্ডে জয়লাভ করে। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পুরবোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। গত ২৩ মার্চ ইসলামপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন কানাইয়ালাল আগরওয়াল। চেয়ারম্যানই নিয়োগ করেন ভাইস চেয়ারম্যানকে। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পুরবোর্ড দখল করে তিন মাস পরেও ভাইস চেয়ারম্যান মনোনীত করতে পারেননি চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

এদিকে ভাইস চেয়ারম্যান না থাকায় পুরপরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সমস্যা হচ্ছে পুরবোর্ড পরিচালনার ক্ষেত্রেও। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন অভিযোগ করে বলেন, তৃণমুল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের জেরেই ভাইস চেয়ারম্যান নিয়োগ করতে পারেনি। যেদিনই ভাইস চেয়ারম্যান মনোনীত করা হবে সেদিনই এই পুরবোর্ড ভেঙে যাবে বলে দাবি তাঁর। আর সেই ভয়েই চেয়ারম্যান ইসলামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান নিয়োগ করছেন না। তিনি আর কি কি বলেছেন শুনুন-

যদিও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে একজন তৃণমূল কাউন্সিলরের নাম প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁকে নিয়োগ করা যাচ্ছেনা। খুব দ্রুত ইসলামপুর পুরসভায় ভাইস চেয়ারম্যান মনোনীত করা হবে। তিনি আরও কি কি জানিয়েছেন শুনুন-

তবে কবে নাগাদ এই পদ পূরণ হয় সেটাই এখন দেখার।

ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close