Uttar Dinajpur : শাসক তৃণমূল কংগ্রেস বেইমান দলে পরিণত হয়েছে, কটাক্ষ করিমের

আরও পড়ুন

এ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস রীতিমতো বেইমান দলে পরিণত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে ভোট না হলে বেইমান তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরবাসী করিম চৌধুরী জানিয়েছেন নির্দল প্রার্থীদের জেতাও, কানাইয়া, জাকির হটাও।

আর কয়েক ঘন্টা বাদেই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ইসলামপুর ব্লকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি। শুক্রবার দুপুরে ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী না এলে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বিরোধী দল ইসলামপুরে তুলনামূলক কম শক্তিশালী। তবে এই প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিধায়ক করিম চৌধুরী। তিনি বলেন, শাসক দল তৃণমূল কংগ্রেস বেইমান দলে পরিণত হয়েছে। তারাই সংঘর্ষ করবে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন একজন সন্ত্রাসবাদী। তার লোকজনের হাতে বন্দুক রয়েছে। ইসলামপুর নির্বিঘ্নে ভোট করাতে পারবে না পুলিশ। সামান্য শক্তি নিয়ে এই সন্ত্রাসবাদীকে মোকাবিলা করতে পারবে না ইসলামপুর পুলিশ প্রশাসন।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close