Islampur: বাগানে বাঘ ! চোখেমুখে আতঙ্ক নিয়ে বলছেন বাসিন্দারা

আরও পড়ুন

পালে পড়ার গল্প সকলেই কমবেশি জানা। কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অজিতবাস কলোনীবাসীর বাঘের আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত। বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ চা বাগানে কুকুরকে তাড়া করছে বাঘ, এমন-ই ছবি দেখতে পান কিছু যুবক। গোটা চা বাগানজুড়ে রয়েছে বাঘের পায়ের ছাপ। এই ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কে বাড়ির বাইরে এসে রীতিমত রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বাসিন্দারা।

Tiger in the garden

এবিষয়টি স্হানীয় পঞ্চায়েত সমিতির সদস্যকে জানিয়েছেন বাসিন্দারা। তবে বনদপ্তরের আধিকারিকদের এখনো কোনও খবর তারা জানাতে পারেননি বলে জানান এলাকার মানুষ। যদিও বাঘের পায়ের ছাপ না অন্য কোনও জন্তুর পায়ের ছাপ বনদফতেরর আধিকারিকরা এলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে । এ বিষয়ে চা বাগান মলিক চন্দনা সমাদ্দার কি বলেছেন শোনাবো-

পাশাপাশি প্রত্যক্ষদর্শী উত্তম মন্ডল ক্যামেরার সামনে কি বলেছেন দেখুন তার অভিব্যক্তি-

ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close