Islampur : যাত্রী সেজে টোটো ছিনতাই

আরও পড়ুন

টোটো ছিনতাই এর অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বারোটিয়া গ্রামে।

সূত্রে জানা গেছে গত ২৫ এপ্রিল বারোটিয়া এলাকায় এক টোটোতে তিন জন দুষ্কৃতী,যাত্রী সেঁজে গাড়িতে ওঠেন। প্রসঙ্গত কিছুটা দূরে যাবার পর টোটো চালককে ভয় দেখিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে টোটো ছিনতাই করে পালিয়ে যায়। ইতিমধ্যেই এবিষয়ে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটো মালিক ওবাইদূর রহমান। কি বলছেন এই বিষয়ে ওবাইদূর রহমান শুনব-

এরপর বৃহস্পতিবার আবার ওই দুষ্কৃতীরা একটি ছোটো গাড়িতে করে ওই এলাকায় দাড়িয়ে ছিলেন। ছিনতাই হওয়া টোটো চালক তাদের দেখে চিনে ফেলেন। তৎক্ষণাৎ তাদের গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। আটক দুই দুস্কৃতিকেই পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এবং রামপুর এলাকার একটি শোরুম থেকে ছিনতাই হয়ে যাওয়া টোটোটি উদ্ধার করে। এই ঘটনার তদন্ত এখনও জারি আছে বলে পুলিশ সূত্রের খবর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close