পাচারের সময় গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১৪ টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফের জওয়ানরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমবাড়ী- ডাঙ্গিপাড়া এলাকার। জানা গেছে, বিএসএফ ওই ব্যক্তিকে ইসলামপুর কাস্টমের হাতে সোমবার রাতে তুলে দিয়েছে।
ইসলামপুর কাস্টম অফিসার শ্যামল কুমার বর্ধন জানান, বিএসএফ তাদের কাছে ১৬.৩২ গ্রাম সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৪ লক্ষ্য ৪৮ হাজার, ২৩৯ টাকা। ধৃত ওই ব্যক্তির নাম হরষিত বিশ্বাস। ধৃতের বাড়ি গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডাঙ্গিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি ওই সোনার বিস্কুট গুলি অন্য কোনও ব্যক্তি হাতে হস্তান্তর করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বিসিএস ও কাস্টম।
ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।