Uttar Dinajpur : ‘আশীর্বাদ গোল্ড লোন’ নামটাই যেনও ইসলামপুরবাসীর কাছে বিভীষিকা

আরও পড়ুন

আশীর্বাদ গোল্ড লোন নামটা যেনও ধীরে ধীরে ইসলামপুরের গ্রাহকদের কাছে এক অভিশাপ হয়ে উঠছে। সম্প্রতি আশীর্বাদ গোল লোনের কোটি টাকার উপরেও কেলেঙ্কারির অভিযোগ সামনে উঠে আসে। যার জেরে আশীর্বাদ গোল্ড লোনের ইসলামপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনার পর থেকেই একের পর এক গ্রাহকদের অভিযোগের পাহাড় তৈরি হতে শুরু করেছে। ইসলামপুর পুলিশ প্রশাসনের কাছে প্রতিনিয়তই আশীর্বাদ গোল্ড লোনে প্রতারিত গ্রাহকদের অভিযোগ দায়ের চলছেই। এদিন ইসলামপুর এবং দাসপাড়ার দুই গ্রাহক তারা ব্যাংক কর্তৃপক্ষের তরফে হয়রানির পর ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডলের সঙ্গে দেখা করেন। পাশাপাশি এই গ্রাহকদের প্রতারিত হওয়ার ঘটনা তথ্য সহকারে পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সামনে পেশ করেন। অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে এই প্রতারিত গ্রাহকরা আপাতত অভিযোগ দায়ের করেননি। তবে যেভাবে প্রতিনিয়ত আশীর্বাদ গোল্ড লোনের গ্রাহকরা প্রতারিত হচ্ছেন তা থেকে আন্দাজ করা যাচ্ছে যে আশীর্বাদ গোল্ড লোনে বহু সংখ্যক মানুষ প্রতারিত হয়েছেন এবং এবিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত গ্রহণ করা উচিৎ। আগামীতে আশীর্বাদ গোল্ড লোনের গ্রাহকরা ইসলামপুর পুলিশ প্রশাসনের তদন্তের মাধ্যমে কতখানি স্বস্তি পেতে পারেন সেটাই এখন দেখার।

ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close