Uttar Dinajpur: গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌছল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-১নম্বর গ্রাম পঞ্চায়েতে। সংশ্লিষ্ট পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তণ প্রধান আনুমানিক ৪৫ লক্ষ সরকারি টাকা আর্থিক তছরূপের সঙ্গে জড়িত। এমনই ধারণার বসবর্তী হয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রাক্তণ প্রধানের স্বামী ইসলামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। বর্তমান পঞ্চায়েত প্রধানও মনে করেন অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।

ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যরা সরব হওয়ায় অনাস্থার মাধ্যমে প্রধান সানজিদা নাজকে সরিয়ে দিয়ে নতুন প্রধান নির্বাচিত করা হয়। প্রাক্তন প্রধানের স্বামী তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি। অভিযোগ, স্ত্রী প্রধান হলেও এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তার স্বামী নুরুল আজম।স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, পন্ডিতপোতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ প্রধান সানজিদা নাজ ও তার স্বামী নুরুল আজমের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প মিলিয়ে সাকুল্যে আনুমানিক ৪৫ লক্ষ সরকারি অর্থ তছরূপের অভিযোগে ইসলামপুরের ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আলি আকবরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পন্ডিতপোতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিগত বোর্ডের প্রধান সানজিদা নাজ ও তার স্বামী নুরুল আজম বিগত আর্থিক বর্ষে আনুমানিক ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল চরমে ওঠায় দলীয় নেতৃত্ব বেশ খানিকটা বেকায়দায় পড়েছেন। এই দুর্নীতির সঙ্গে জনপ্রতিনিধিরা যুক্ত থাকায় প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সরব হয়েছেন শাসকদলের একাংশ। এদিকে ঘটনার বিষয়ে জানতে পেরে প্রশাসনিক তদন্তের মধ্য দিয়ে দোষীদের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন পন্ডিতপোতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান প্রতিনিধি আব্দুল মজিদ। তৃণমূল কংগ্রেসের একাংশ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেও তাতে আমল দিতে রাজি নন প্রধানের স্বামী নুরুল আজম। তার দাবি- এম জি এন জি এস প্রকল্পে ভাল কাজের জন্য জেলাশাসক তাকে পুরস্কৃত করেছিলেন। যারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধেই তোলাবাজির পাল্টা অভিযোগ করেন তিনি। এই প্রকল্পে দুর্নীতি করার সুযোগ নেই। প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একাউন্টে টাকা চলে যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশের অভিযোগ, এই পঞ্চায়েতে বিভিন্ন মাদ্রাসায় মাটি কাটার জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা আত্মসাত করেছেন। অবিলম্বে এই ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অভিযোগকারীরা দাবি জানিয়েছেন।

ইসলামপুরের পন্ডিতপোতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close