Uttar Dinajpur : পাঠ্যবই চুরিতে অভিযুক্ত ভীম মন্ডলকে ফের ৩ দিনের হেফাজতে পেল পুলিশ

আরও পড়ুন

সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় ধৃত ভীম মন্ডলকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। আগামী ১৩ ডিসেম্বর পুনরায় তাকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামী পক্ষের আইনজীবী ববি ফিরোজ আহমেদের দাবি, পুলিশ সন্দেহের বশে তাকে গ্রেফতার করেছে। সাতদিনের পুলিশি হেফাজতে নিয়েও কোনও বই উদ্ধার করা হয়নি।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের গুদাম থেকে দু’লক্ষ সরকারি পাঠ্যবই চুরি হয়ে যায়। ইসলামপুর থানার পুলিশের কাছে গত ২ ডিসেম্বর অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শক দফতরের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মি ভীম মন্ডলকে গ্রেফতার করেছিল। গত ৩ ডিসেম্বর পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করলে তাকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শনিবার তার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ভীমকে আদালতে পেশ করা হবে। আদালতে নিয়ে যাওয়ার সময় ভীম গ্রেফতার প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। তিনি জানিয়েছিলেন- যা বলার তিনি আদালতে জানাবেন।

পুনরায় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ভীমকে আদালতে পেশ করা হয়।বিচারক তিনদিনের পুলিশি হেজাজতে নেওয়ার নির্দেশ দেন। আসামীপক্ষের আইনজীবী ববি ফিরোজ আহমেদ জানিয়েছেন, পুলিশ তার মক্কেলকে সাতদিনের পুলিশি হেফাজতে নিয়েও চুরি যাওয়া কোনও বই উদ্ধার করতে পারেনি। পুলিশ সন্দেহের বশেই তাকে গ্রেফতার করেছে। এই তিনদিনের মেয়াদ শেষ হওয়ায় পর আদালত তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে তা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

 

উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালত থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close