বুধবার সকালে দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেনএক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কালনাগীন বাজার সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর,নিহত ওই গৃহবধূর নাম সুনীতি শীল। বয়স আনুমানিক ২৫ বছর। গৃহবধূর স্বামীর নাম গৌতম সরকার। শশুর বাড়ি গোয়ালপোখর থানার নন্দঝার এলাকায় পরিবারের তরফে জানা গিয়েছে গত চার বছর যাবৎ স্বামী-স্ত্রী-র মধ্যে অশান্তি লেগেই ছিল। এর আগেও একাধিক সালিশী সভার মাধ্যমে সমস্যা মিটি নেওয়া হয়। বেশ কিছুদিন আগে আবারও স্বামী-স্ত্রী-র মধ্যে অশান্তির কারণে ওই গৃহবধূ তার বাপের বাড়ি চলে আসেন।বুধবার সকালে হঠাৎ ঘুমোনোর নাম করে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি।পরে দরজা ভেঙ্গে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা তার শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশমর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মনস্তত্ত্বাবিদদের কথায়- আত্মহত্যা কোনও সমস্যার সমাধান হতে পারে না, যারা ময়দান থেকে পালিয়ে যান তারা এক কথায় ভীরু। তাদের নিয়ে বেশি আলোচনা নাকি নিষ্প্রয়োজন
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা