Uttar Dinajpur : প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছভাবে তালিকা তৈরি করার দাবিতে ডেপুটেশন ডিওয়াইএফআই-এর

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সঠিক স্বচ্ছভাবে তালিকা তৈরি করার দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। বৃহস্পতিবার ইসলামপুর বিডিওর কাছে ডেপুটেশন জমা দেয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওআইএফআই। ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব গৌতম বর্মন কটাক্ষ করে বলেন, আশা কর্মীরা তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে সঠিক তালিকা তৈরি করে নিয়ে এসে বিডিও অফিসে জমা দেওয়ার পর বিডিও অফিস থেকে নট এলিজিবলগুলি এলিজবেল হয়ে যাচ্ছে। যারা প্রাপক তারা ঘর পাচ্ছেন না। তাদের দাবি, সঠিক তালিকা তৈরি করে যারা বৈধ তারা যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান তার ব্যবস্থা করতে হবে।

ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close