জীবনের সবচাইতে বড় পরীক্ষা মাধ্যমিকে যেনও নির্ভয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তার জন্য মক টেষ্টের আয়োজন করল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ। এই মক টেষ্টে ইসলামপুরে পাঁচটি বিদ্যালয়ে ৪১ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল।
২০২০-২১ সালে করোনা আবহে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে। এবারে স্বাভাবিক ছন্দে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। ইসলামপুরের ছাত্রছাত্রীরা যেনও নির্ভয়ে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকে অংশ নিতে পারে তারজন্য ইসলামপুরে পাঁচটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মক টেষ্টের আয়োজন করেছিল। ইসলামপুর হাইস্কুল,গার্লস হাইস্কুল, ক্ষুদিরামপল্লি হাইস্কুল, ষ্টেট ফার্ম কলোনী হাইস্কুল এবং সরস্বতী শিশু বিদ্যামন্দির এই পাঁচটি বিদ্যালয়ের ৪১ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের মক টেষ্ট কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার তিনটি ব্লককে এই তালিকায় বেছে নেওয়া হয়েছিল। ইসলামপুর, চোপড়া এবং গোয়ালপোখর ব্লকের ছাত্রছাত্রীদেরও এই মক টেষ্ট নেওয়া হয়। চলতি মাসের পাঁচ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হয়ে শুক্রবার তা শেষ হয়েছে। ইসলামপুর সরস্বতী শিশু বিদ্যামন্দিরে এই মক টেষ্টের আয়োজন করা হয়েছিল। সাতটি বিষয়ে মক টেস্ট নেওয়া হয়। নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে অনেক পরীক্ষার্থীই ভয় পান। তাদের ভেতর থেকে সেই ভয় দূর করতে এবং মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়াকে পরীক্ষার্থীদের মধ্যে সহজ করে তুলতে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।