ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হল । মৃতদেহ রেল লাইনের উপরে থাকার কারনে দীর্ঘক্ষণ ট্রেনটি আটকে পড়ে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শান্তিনগর এলাকায় মঙ্গলবার রাতে ঘঠেছে। এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেল পুলিশ দেহটি রেল লাইন থেকে উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মৃত যুবকের নাম বাপ্পাই সাহা। বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া গ্রামে।
সূত্রের খবর, ইসলামপুর শান্তিনগর এলাকায় মাকে সঙ্গে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন বাপ্পাই সাহা নামের ওই যুবক। মঙ্গলবার রাতে শিলিগুড়ি রাধিকাপুর ডিএমও প্যাসেঞ্জার ট্রেনটি শান্তিনগরে পৌছলে বাপ্পাই নামের ওই যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। এই ঘটনার পর ট্রেনটি প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আটকে পড়ে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলুয়াবাড়ি রেল স্টেশনের রেল পুলিশ ও ইসলামপুর থানার পুলিশ। পুলিশ রেল লাইনের ধার থেকে যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের আত্মীয়রা দেহ সনাক্ত করেন। ঠিক কি করনে ওই যুবকের মৃত্যু হল। ঘটনার তদন্ত শুরু করেছে আলুয়াবাড়ী রোড স্টেশনের রেল পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।