সরকারি জমিতে জবরদখল উচ্ছেদ করা যাবে না। মহকুমা প্রশাসনের কাজের বিরোধিতায় সরব হলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। প্রশাসনের এই কর্মকান্ডের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানাবেন। ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল টেলিফোনে জানিয়েছেন, প্রশাসন সরকারি জায়গা জবর দখল উচ্ছেদ অভিযানে নেমেছে। ইসলামপুর পুরসভার নির্বাহী আধিকারিক তথা ডেপুটি ম্যাজিষ্ট্রেট তাদের সহায়তা করছেন।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে যানজট নিয়ন্ত্রণ এবং সৌন্দর্যয়ায়ন করতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালাছে ইসলামপুর পুরসভা। একই সঙ্গে সরকারি জমি দখল করে বেশ কয়েকটি ক্লাব, দোকান গজিয়ে উঠেছে। মঙ্গলবার পূর্ত দফতর, স্বাস্থ্যদফতরের আধিকারিকরা মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণপল্লি এলাকায় অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ অভিযানে আসেন। ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি চা পানের দোকান। আগামী সাতদিনের মধ্যে সরকারি জমিতে গজিয়ে ওঠা ক্লাবগুলিকে দখল মুক্ত করার নির্দেশ দেন। সাত দিনের মধ্যে সরকারি জমি দখল করা হলে প্রশানিকভাবে তা ভেঙে দেবে বলে পূর্ত দফতরের আধিকারিকরা ক্লাব কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন।বুধবার রামকৃষ্ণপল্লি এলাকার রবীন্দ্র স্পোর্টিং ক্লাবে যান ইসলামপুর তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি জানান, রাজ্য সরকার যেখানে কাজের সুযোগ করে দিতে পারছে না সেখানে মানুষকে কর্মহীন করা ঠিক হচ্ছে না। মুখ্যমন্ত্রী ক্লাবের উন্নতির জন্য আর্থিক সাহায্য করছেন তখন ইসলামপুর মহকুমা প্রশাসন ক্লাবগুলি ভেঙে ঠিক কাজ করছে না। তিনি মহকুমা শাসককে অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন। ইসলামপুর মহকুমা প্রশাসনের এই কাজের বিরুদ্ধে তিনি মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানাবেন। বিধায়কের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেন ইসলামপুর পুরসভার পুরপিতা তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। দলীয় বিধায়কের এই ভূমিকার কড়া সমালোচনা করে বলে প্রশাসনের তরফ থেকে সরকারি জমিতে দখলদারি উচ্ছেদ অভিযান চালাচ্ছে। কিছু বলতে হলে তিনি প্রশাসনের কাছে গিয়ে বলুন।
উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।