Ranaghat: স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়তে গিয়ে বিপত্তি

আরও পড়ুন

রানাঘাটের এক দম্পতি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে আদালতে যান। রানাঘাটের মহকুমা আদালতের শুনানির পর বাড়ি ফেরার পথে স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে বলা জানা যায়। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে। স্ত্রীকে লক্ষ্য করে মারলেও বধূর বাবার চোখে ও মুখে অ্যাসিড লাগে।

অ্যাসিড আক্রান্ত বধূর বাবাকে জখম অবস্থায় তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা অবশ্য তেমন গুরুতর নয় বলে জানা গেছে।

বুধবার দুপুরে রানাঘাট শহরের কোর্ট মোড় এলাকায় এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত রাজু ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। বছর খানেক আগে রানাঘাট সড়ক পাড়ার বাসিন্দা রাজুর সঙ্গে সম্বন্ধ করে শান্তিপুরের ওই মহিলার বিয়ে হয়।

অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। ফলে, কয়েক মাস আগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি। তিনি আরও বলেন,”এদিন সেই মামলার শুনানির দিন ছিল। বাবার সঙ্গে সকালে আদালতে এসেছিলাম। আদালতের কাজ মিটে যাওয়ার পর কোর্ট মোড় বাস স্টপে দাঁড়িয়েছিলাম। বাসে উঠতে যাব, ঠিক তার আগের মুহূর্তে হঠাৎই ও আমাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। কিন্তু বিষয়টি বাবার নজরে আসতেই বাবা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমার বদলে অ্যাসিড লাগে বাবার গায়ে।”

ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই তারা তার স্বামীকে ধরে ফেলে। এরপর তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। অভিযুক্ত রাজু ভট্টাচার্যের শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী। গৃহবধূর বাবা বলেন,”বিবাহ বিচ্ছেদের মামলা করার কারণেই আমাদের উপর আক্রোশ মেটাতে রাজু এধরনের কাজ করেছে। ও আগে থেকেই মোটর বাইক নিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। আমি না থাকলে আজ মেয়ের বড় রকম ক্ষতি হয়ে যেত”। ধৃতের কাছে ওই অ্যাসিড কীভাবে এল, তা জানার চেষ্টা করছে রানাঘাট থানার পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close