Itahar : সরকারের টাকায় আত্মসাৎ, অথচ শুরুই হয়নি রাস্তা নির্মাণের কাজ

আরও পড়ুন

রাস্তা এখনও অধরা। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা। ঘটনাটি ঘটেছে ইটাহারের ২ নম্বর সুরুন গ্রাম পঞ্চায়েতের কোটার এলাকায়। অভিযোগ, ৩ বছর যাবত কোটার থেকে দামদলিয়া ঘাট পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পরে আছে। প্রায় ৯ কোটি ৮০ লক্ষ টাকা রাস্তা তৈরির বাবদ সরকার দেওয়ার পরেও রাস্তার কাজ অধরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা ভেঙে তৈরি করার আগে রাস্তা অনেক ভাল ছিল। কিন্তু রাস্তা ভেঙে দেওয়ার পর রাস্তার কাজ আর শুরু হয়নি। অধরা পরে রয়েছে। ফিরে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। এমনকি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। স্থানীয় মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কোনও সুরাহা হচ্ছে না। তিনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামত করে দেওয়া হোক। কি বলছেন এলাকার বাসিন্দা শুনে নেব-

জানা গিয়েছে, অমুল আচার্য্য বিধায়ক থাকাকালীন এই রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল। এমনকি কাজও শুরু হয়েছিল। কিন্তু বিধানসভা ভোটের পর এই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন , এই রাস্তা তৈরির জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা আত্মসাৎ করে নিয়েছেন ইটাহারের ২ নম্বর সুরুন গ্রাম পঞ্চায়েতের কোটার এলাকার মেম্বার সিলিপ বর্মন। পাশাপাশি মেম্বার সিলিপ বর্মন জানিয়েছেন , তিনি রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করেননি। তবে কবে স্থানীয় বাসিন্দাদের এই রাস্তার দাবি মিটবে? কবে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে? সেটাই এখন দেখার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close