অবশেষে খাঁচা বন্দি হল ‘জাগুয়ার’। বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির হাতভোরা জোত, শিহাভিটা, রাধাজোত এলাকাগুলিতে সাধারণ মানুষ জাগুয়ারের আতঙ্কে ছিলেন। অবশেষে আজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন এলাকাবাসী। গতকাল বাগডোগরা বনদফতরের তরফ থেকে একটি খাঁচা পাতা হয়। তার ভিতরে একটি ছাগল রেখে জাগুয়ার ধরার চেষ্টা চালিয়েছেন বনদফতর কর্মীরা। অবশেষে জাগুয়ার খাঁচাবন্দি হতেই ভিড় জমে যায় সাধারণ মানুষের। দূর-দূরান্ত থেকে সেই জাগুয়ার দেখতে চলে আসেন লোকজন। সেখান থেকে জাগুয়ারটি উদ্ধার করতে হিমশিম খেতে হয় বনদফতরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ। কিন্তু তবুও পুলিশ ও বন দফতর সামাল দিতে পারছিল না বাঘ দেখতে আসা সাধারণ মানুষকে। কোনমতে সেই খাঁচাটিকে স্থানীয় একটি ছোট গাড়িতে উঠিয়ে অবশেষে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, জাগুয়ারটির শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসা করে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Fourteen Times Line, Siliguri