শনিবার দুই যুবক একটি একটি গাড়ি ভাড়া করে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় তাদের কথাবার্তায় সন্দেহ হয় ওই গাড়ির চালকের। এরপর গোপনে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেয় ওই গাড়ির চালক। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ মাঝপথে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। দু’জনের কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি শুরু করে পুলিশ। এরপরেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১৪ টি সোনার বিস্কুট। যার ওজন ১ কেজি ৬০০ গ্রাম । এর বাজার মূল্য প্রায় কোটি টাকার ও বেশি। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে তল্লাশি শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।