Jalpaiguri : কলাগাছের নীচ থেকে উদ্ধার যুবকের ফাঁস লাগা মৃতদেহ

আরও পড়ুন

বুধবার সকালে এক যুবকের ফাঁস লাগা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের গিলান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃতের নাম প্রসেনজিৎ নন্দী, বয়স ৩৫ বছর। তিনি ভাওয়াল পাড়ার বাসিন্দা, ধূপগুড়ির একটি জুতোর দোকানে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় তাকে কেও বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির কাছেই কলা গাছের নীচে তার মৃতদেহটিকে পড়ে থাকতে দেখে। পরিবারের দাবী তাকে খুন করা হয়েছে। যদিও এই মর্মে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা জানিয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close