শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার রাস্তায় ডামডিমে উত্তরবঙ্গের আইজির গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তড়িঘড়ি আইপিএস অফিসার দেবেন্দ্রপ্রকাশ সিংকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেবেন্দ্রপ্রকাশ সিংয়ের হাতে, পায়ে ও মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, আইজি উত্তরবঙ্গকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
স্থানীয় সূত্রে খবর, যে এসইউভিতে আইজি উত্তরবঙ্গ ছিলেন সেই গাড়িটিও বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে । সামনের বনেটের অংশটি দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন উল্টোদিক থেকে যে গাড়িটি আসছিল তার গতিবেগ অনেক বেশি ছিল। দুই গাড়ির চালক গুরুতর যখন হয়েছে। উত্তরবঙ্গে সকালবেলা এখন ভাল ঠান্ডা ও কুয়াশাও পড়ছে। দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পালিয়ে আধিকারিকরা।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।